বান্দরবান সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা

বান্দরবান সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা

শেয়ার করুন

বান্দরবান প্রতিনিধি :

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কক্সবাজারের টেকনাফ সীমান্তে নিরাপত্তা জোরদার করায়, এবার বান্দরবান সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা। বাংলাদেশে আগে অবস্থান করা রোহিঙ্গারা মিয়ানমার থেকে নতুন রোহিঙ্গা অনুপ্রবেশে সহযোগিতা করছে বলে অভিযোগ রয়েছে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর অত্যাচার-নির্যাতনের মাত্রা সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়ায়, শত শত রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে, কক্সবাজারের টেকনাফসহ বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে। গত কয়েকদিন থেকে এসব সীমান্তে বিজিবি পাহাড়া জোরদার করায় বান্দরবানকে ভিন্ন পথ হিসেবে বেছে নিয়েছে রোহিঙ্গারা।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুনধুম, তুমব্রু, রেজু, চাকঢালাসহ বেশ কয়েকটি পয়েন্ট দিয়ে বাংলাদেশে সহজেই অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। পার্শ্ববর্তী শরণার্থী ক্যাম্পসহ তাদের স্বজনদের বাড়িতে গিয়ে আশ্রয় নিচ্ছে তারা। রোহিঙ্গা অনুপ্রবেশে নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা।

মিয়ানমারে নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় বাধ্য হয়েই সীমান্ত অতিক্রম করছেন বলে জানিয়েছেন পালিয়ে আসা রোহিঙ্গারা। রোহিঙ্গাদের অনুপ্রবেশে বাংলাদেশে অবস্থান করা রোহিঙ্গাদের একটি মহল নানাভাবে উৎসাহিত করছে বলে অভিযোগ করেছেন জনপ্রতিনিধিরা।
বান্দরবানের ঘুনধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, আগে যেসব রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে তারা নতুন রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশে সাহায্য করছে।

বিজিবির কক্সবাজার সীমান্তের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার কর্নেল এম এ আনিসুর রহমান জানান, নজরদারি বাড়ানোর পাশাপাশি স্থানীয়দেরও নিরাপত্তা দিতে বিজিবি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।