বান্দরবান ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির অবনতি

বান্দরবান ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির অবনতি

শেয়ার করুন

ea04abb0835a885ee1f39c5569ce80e4-594049cc15e64এটিএন টাইমস ডেস্ক :

প্রবল বর্ষণে বান্দরবান ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বিপদসীমার উপর দিয়ে বইছে নদীর পানি।

পানিতে তালিয়ে গেছে বান্দরবানের লামা বাজার। পানিবন্দি হয়ে পড়েছে  অন্তত তিন শতাধিক মানুষ। প্রধান প্রধান সড়কের বিভিন্ন জায়গা পানিতে ডুবে যাওয়ায়, বন্ধ হয়ে গেছে বান্দরবানের সঙ্গে রাঙামাটি ও রুমার সড়ক যোগাযোগ। বিচ্ছিন্ন হয়ে পড়েছে আলীকদম উপজেলা। নিম্নাঞ্চল এলাকা আর পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকরীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করা হয়েছে।

মৌলভীবাজারে তৃতীয় দফা বন্যায় বেড়েছে নদ-নদীর পানি। বন্যার পানিতে জুড়ী উপজেলা পরিষদ, কুলাউড়া উপজেলা পরিষদসহ কুলাউড়া পৌর এলাকার নিম্নানচলের কয়েকটি ওয়ার্ড নতুন করে প্লাবিত হয়েছে। সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের কাদিপুর, নাজিরাবাদ ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। বন্ধ হয়েছে হয়ে গেছে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান।