বান্দরবানে হতদরিদ্র অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে মানবিক সহায়তা দিল সেনাবাহিনী

বান্দরবানে হতদরিদ্র অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে মানবিক সহায়তা দিল সেনাবাহিনী

শেয়ার করুন

 
Bandarban Senabahiny Sahayata Footage 01 Nov 2021_1113

।। বান্দরবান প্রতিনিধি ।। 
পার্বত্য জেলা বান্দরবানের ২৯ টি হতদরিদ্র অসহায় পরিবারকে মানবিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এসব পরিবারকে স্বাবলম্বী করতে তাদের মাঝে সেলাই মেশিন, কৃষি যন্ত্রপাতি, সোলার প্যানেল, গবাদিপশু সহ নানা সরঞ্জাম বিতরণ করা হয়। সোমবার সকালে সদর জোন দপ্তরে সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জিয়াউল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা প্রদান করেন। এসময় তার সাথে সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের অধিনায়ক লেঃ কর্ণেল আখতার উস সামাদ রাফি সহ অন্যান্য সেনাকর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Bandarban Senabahiny Sahayata Footage 01 Nov 2021_7965

বান্দরবান সেনা রিজিয়নের আওতাধীন রুমা, আলীকদম, বলিপাড়া নাইক্ষ্যংছড়ি জোন দপ্তরগুলো থেকেও বিভিন্ন অসহায় পরিবার দের মানবিক সহায়তা প্রদান করা হয়। এসব সহায়তার মধ্যে ছিল ২৪টি সেলাই মেশিন, ২৭টি ছাগল, ১১টি কৃষি যন্ত্রপাতি, ২টি সেচ মেশিন, ৮টি সোলার প্যানেল, ১টি তাত ও ১টি গরুর বাছুর। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পার্বত্য অঞ্চলে সেনাবাহিনী অপারেশন উত্তরণ দায়িত্ব পালনের পাশাপাশি পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সময়ে মানবিক সহায়তা প্রদান করে আসছে। দুর্গম পাহাড়ে বসবাসরত দরিদ্র পরিবারগুলোকে সাবলম্বী করতে এ ধরনেরপ্রয়াস ভবিষ্যতেও অব্যহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।