বান্দরবানে সকাল সন্ধ্যা হরতাল চলছে

বান্দরবানে সকাল সন্ধ্যা হরতাল চলছে

শেয়ার করুন

বান্দরবান প্রতিনিধি :

পার্বত্য ভূমি কমিশন সংশোধিত আইন বাতিল ও গ্রেপ্তারকৃত বান্দরবানের নাগরিক পরিষদের সভাপতি আতিকুর রহমানের মুক্তির দাবিতে বান্দরবানে সকাল সন্ধ্যা হরতাল চলছে।

বাঙ্গালীদের সমর্থিত ৫টি সংগঠনের ডাকে সকাল থেকে এই হরতাল কর্মসূচি পালিত হচ্ছে। এদিকে হরতালে অভ্যন্তরীণ সড়কগুলোতে যানবাহন চলাচল করলেও দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। তবে শহরে অধিকাংশ দোকান ও শপিং মল খোলা রয়েছে। এছাড়া অপ্রীতিকর ঘটনার আশংকায় শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সমঅধিকার আন্দোলন পরিষদের বান্দরবান জেলার সভাপতি শেখ মোস্তফা জানান, পার্বত্য চট্টগ্রামের বাঙ্গালী সংগঠনগুলোর সঙ্গে আলোচনা না করেই এক তরফা ভাবে সংসদে পার্বত্য ভূমি কমিশন সংশোধিত আইনটি পাশ হয়েছে। তাদের আশংকা এই আইন কার্যকর হলে একদিকে পার্বত্য চট্টগ্রামের বসবাসরত বাঙ্গালীরা ক্ষতিগ্রস্ত এবং হয়রানির শিকার হবে। অপরদিকে এই অঞ্চলে নতুন করে হানাহানি ও অশান্তি বাড়বে। তাই তারা এই আইন বাতিলের দাবি জানিয়েছেন।