বান্দরবানে বৌদ্ধ মন্দিরগুলোতে আষাঢ়ী পূর্নিমা উদযাপন

বান্দরবানে বৌদ্ধ মন্দিরগুলোতে আষাঢ়ী পূর্নিমা উদযাপন

শেয়ার করুন

Ashari_Purnima_bandarban

।। মিনারুল হক, বান্দরবান ।।
আষাঢ়ের গুড়িগুড়ি বৃষ্টি আর কঠোর লকডাউনের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে সীমিত
পরিসরে বৌদ্ধধর্মালম্বীরা উদযাপন করছে শুভ আষাঢ়ী পূর্ণিমা।

আষাঢ়ী পূর্ণিমা বৌদ্ধধর্মালম্বিদের একটি তাৎপর্যপূর্ণ দিন। এই তিথিতেই গৌমত বুদ্ধ মাতৃগর্ভে
ধারণ,গৃহত্যাগ ও বুদ্ধত্ব লাভের পর প্রথম তাঁর পঞ্চবর্গিয় শিষ্যকে ধর্মচক্র দেশনা দেন এবং সংযম পালনের
ব্রত হতে এই আষাঢ়ী পূর্ণিমা হতে আশ্বীনি পূর্ণিমা তিথি পর্যন্ত তিনমাস বর্ষাবাস শুরু
করেছিলেন।আষাঢ়ী পুর্ণিমা উপলক্ষে তিনমাস বর্ষাবাস পালন করবে বৌদ্ধ ধর্মালম্বীরা। এসময় সংযম
পালনের মধ্য দিয়ে ন্যায়, সৎ পথে চলা, বুদ্ধের জীবনানুসারন ও পরোপকারে আষাঢ়ী পূর্ণিমা হতে আশ্বীনি
পূর্ণিমা পর্যন্ত তিনমাস বর্ষাবাস পালন করবে প্রতিটি বৌদ্ধ ধর্মালম্বী নর-নরীগন।

এই পুর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মালম্বীরা বান্দরবানের রাজবিহার, কেন্দ্রীয় সার্বজনীন বৌদ্ধ বিহার, কালাঘাটা
আম্রকানন গৌতম বৌদ্ধ বিহার, বালাঘাটা বৌদ্ধ বিহার, উজানী পাড়া মহা বৌদ্ধ বিহারসহ
প্রতিটি বৌদ্ধ বিহারে সকাল থেকে চলছে পঞ্চশীল গ্রহণ, প্রার্থনা, চীবরদান, গুরু ভক্তি, ছোয়াইং
প্রদান (ভান্তেদের খাবার দান) প্রদীপ প্রজ্জলনসহ নানা অনুষ্ঠান। বিকালে বুদ্ধ মুর্তি স্মান, ধর্মদেশনা
,হাজার প্রদীপ প্রজ্জলন ও দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রর্থণার মধ্যদিয়ে শেষ হবে আষাঢ়ী পুর্ণিমার
আয়োজন।