বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস

শেয়ার করুন

Screenshot (423)।। বান্দরবান প্রতিনিধি ।।
বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য জেলা বান্দরবানে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। দিবসটি উপলক্ষে মাউন্টেন বাইক প্রতিযোগিতা, আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান নানা আয়োজন ছিল। সকালে শহরের বঙ্গবন্ধু মুক্ত মে র সামনে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন পার্বত্য বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা। এ সময় তার সাথে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউসার, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুস ফরাজী, জেলা পরিষদের সদস্য লক্ষি পদ দাস, মোজাম্মেল হক বাহাদুর, সিংইয়ং ম্রো সহ অন্যান্যরা উপস্থিত। পরে বঙ্গবন্ধু মুক্তমে বর্ডার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী পুরুষ তারা ঐতিহ্যবাহী পোশাকে সেজে অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অন্যদিকে দেশের বিভিন্ন জেলার ৩০ জন মাউন্টেন বাইক প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এরা তিন দিন ব‍্যাপী বান্দরবানের রুমা, থানচি, আলীকদম হয়ে দীর্ঘ ১৬০ কিলোমিটার দীর্ঘ পথ ভ্রমণ করবে সেই সাথে পর্যটন শিল্পের বিকাশে প্রচার প্রচারণায় অংশ নিবে।