বান্দরবানে বঙ্গবন্ধুর ভাস্কর্য উদ্বোধন

বান্দরবানে বঙ্গবন্ধুর ভাস্কর্য উদ্বোধন

শেয়ার করুন

IMG_20211216_121750

।। বান্দরবান প্রতিনিধি ।।
পার্বত্য জেলা বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস ও সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে। ভোরে বান্দরবান জেলা পরিষদ প্রাঙ্গনে মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন পার্বত্য মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। পরে জেলা পরিষদ, জেলা প্রশাসন, পুলিশসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এদিকে মেঘলা এলাকায় টুরিস্ট পুলিশ কার্যালয় প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য উদ্বোধন করা হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি নবনির্মিত এই বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য উদ্বোধন করেন।
মহান বিজয় দিবস ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে প্রায় ৪ লক্ষ টাকা ব্যয়ে এই বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য নির্মাণ করা হয়। অনুষ্ঠানে ট্যুরিস্ট পুলিশের বান্দরবান রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, তিং তিং ম‍্যা, বান্দরবান জোনের ইনচার্জ মো.আমিনুল হক সহ সরকারী বেসরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, ট্যুরিস্ট পুলিশের সদস্য এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অন্যদিকে স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি সালাম গ্রহণ করেন।