বান্দরবানে দুস্থ অসহায়দের মাঝে সেনাবাহিনীর খাদ্য সহায়তা প্রদান

বান্দরবানে দুস্থ অসহায়দের মাঝে সেনাবাহিনীর খাদ্য সহায়তা প্রদান

শেয়ার করুন

Screenshot (245)

।। মিনারুল হক বান্দরবান ।।
করণা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া বান্দরবানে গরীব দুস্থ অসহায় লোকজনদের মাঝে
সেনাবাহিনীর পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ৮ জুন বৃহস্পতিবার দুপুরে বান্দরবান
স্টেডিয়ামের জিমনেসিয়াম হলে সামাজিক দূরত্ব নিশ্চিত করে শতাধিক পরিবারের মাঝে এই খাদ্য
সামগ্রী বিতরণ করা হয়।

এসময় শতাধিক অসহায় কর্মহীনব্যক্তিকেচাউল, ডাল, তেল, আলু, পিয়াঁজ, লবন, চিনিসহ
বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। এতে বান্দরবান সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক লেঃ
কর্নেল আক্তারু সামাদ রাফি সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেনাবহিনীর কর্মকর্তারা
জানায়,গত ১জুলাই থেকে মহামারি করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ মোকাবেলায় সারা দেশে কঠোর
লকডাউন ঘোষণা করা হয়,এরই প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তার
পাশাপাশি নিজেদের বরাদ্দকৃত রেশন থেকে খাদ্য সামগ্রী কর্মহীন মানুষদের মাঝে প্রদান অব্যাহত
রেখেছে।