বান্দরবানে উদ্ধার করা উচ্চক্ষমতার বিস্ফোরকগুলো ধ্বংস করেছে সেনাবাহিনীর বম্ব স্কোয়াড

বান্দরবানে উদ্ধার করা উচ্চক্ষমতার বিস্ফোরকগুলো ধ্বংস করেছে সেনাবাহিনীর বম্ব স্কোয়াড

শেয়ার করুন

 
Bandarban bgb mortal sel news footage_2988

।। বান্দরবান প্রতিনিধি ।।
বান্দরবানের মায়ানমার সীমান্ত সংলগ্ন তিন্দু এলাকা থেকে উদ্ধার করা পাঁচটি উচ্চ ক্ষমতার বিস্ফোরক রকেট লাঞ্চার বোম ধ্বংস করেছে সেনাবাহিনীর বম্ব স্কোয়াড দলের সদস‍্যরা। বুধবার বিকেলে উদ্ধার করা এই বিস্ফোরকগুলো ঝুকিমুক্ত ভাবে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে সদস্যরা। মঙ্গলবার রাতে বলিপাড়া বিজিবির ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার শরিফ উল আলম নেতৃত্বে বিজিবির সদস‍্যরা বান্দরবানের থানচি উপজেলার মায়ানমার সীমান্ত সংলগ্ন দুর্গম তিন্দু এলাকার মাটির নিচে লুকানো অবস্থায় এসব বিস্ফোরকগুলো উদ্ধার করে। সংশ্লিষ্টরা জানিয়েছেন নিরাপত্তা বাহিনীর অভিযানের মুখে সন্ত্রাসী দলের সদস্যরা বিস্ফোরকগুলো মাটির নিচে লুকিয়ে রাখতে পারে। তবে বিস্ফোরকগুলো কোন সন্ত্রাসী দলের তা এখনো জানা যায়নি।

Bandarban bgb mortal sel news footage_4633

বলিপাড়া বিজিবির ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার শরিফ উল আলম জানিয়েছেন বিস্ফোরকগুলো সেনাবাহিনীর বম্ব স্কোয়াড দলের সদস্যরা বিস্ফোরণ ঘটিয়ে সেগুলো নিষ্ক্রিয় করে। এর আগেও থানচির গালেঙ্গ‍্যা এলাকা থেকে বিজিবির সদস‍্যরা বিপুল সংখ‍্যক মর্টাল গোলা উদ্ধার করে পরে এগুলো ধ্বংস করে।