বান্দরবানের রুমায় বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে, নিহত ১

বান্দরবানের রুমায় বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে, নিহত ১

শেয়ার করুন

bandarban pic

বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবান রুমা সড়কে বেইলি ব্রিজ ভেঙে চাউলভর্তি ট্রাক খাদে পড়ে আব্দুল গফুর (৫০) নামে একজন নিহত হয়েছে। ব্রিজ ভেঙে যাওয়ায় বান্দরবানের সাথে রুমা উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ঐ সড়কের মুরুং বাজার ( ব্রিকফিল্ড) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক সাতকানিয়ার পুরানগড় এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে বান্দরবান থেকে চালভর্তি একটি ট্রাক রুমায় যাওয়ার সময় রোয়াংছড়ি উপজেলার মুরুং বাজার এলাকায় পৌঁছালে বেইলি ব্রিজ ভেঙে ট্রাকটি ঝিড়িতে পড়ে যায়। এ সময় ট্রাকের চালক আব্দুল গফুর ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় বান্দরবানের সঙ্গে রুমার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন দু’পাড়ের অসংখ্য যাত্রী। বান্দরবান সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মোছলেহ উদ্দিন জানান, রুমায় যাওয়ার সময় মুরুং বাজার এলাকায় একটি ট্রাক বেইলি ব্রিজ ভেঙে নিচে পড়ে যায়। বান্দরবানের সঙ্গে রুমার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, রুমায় যাওয়ার সময় রোয়াংছড়ি ইউনিয়নের মুরুং বাজার এলাকায় একটি ট্রাক বেইলি ব্রিজ ভেঙে নিচে পড়ে যায়। এ ঘটনায় ট্রাক ড্রাইভার মারা গেছে। নিহতকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। #

মিনারুল হক বান্দরবান প্রতিনিধি 02-02-22

bandarban pic