বাধ নির্মাণের দাবীতে শরীয়তপুরে সাধারণ মানুষের অনশন

বাধ নির্মাণের দাবীতে শরীয়তপুরে সাধারণ মানুষের অনশন

শেয়ার করুন

রোকনুজ্জামান পারভেজ, শরীয়তপুর প্রতিনিধি:

নদী ভাঙ্গন রোধে বাধ নির্মানের দাবীতে শরীয়তপুরের নড়িয়ায় দিন ব্যাপী গণ অনশন করেছে নড়িয়া উপজেলার সর্বস্থরের মানুষ। বুধবার সকাল ১০ টায় নড়িয়া উপজেলা কমপ্লেক্সের সামনে শহীদ মিনার চত্তরে অনুষ্ঠিত গণ অনশনে অংশ নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ব্যাবসায়ী, রাজনৈতিক ব্যক্তি, সামাজিক সংগঠন সহ সর্বস্থরের মানুষ। সকাল থেকেই নড়িয়া উপজেলার ভাঙ্গন কবলিত এলাকার হাজারো মানুষ গণ অণশনে অংশ নেয়ার জন্য শহীদ মিনার চত্তরে জড়ো হতে থাকে। সকাল ১১ টা থেকে নদী ভাঙ্গনের ভয়াবহতা নিয়ে বক্তব্য প্রদান শুরু হয়। বক্তব্যে বক্তারা নদী ভাঙ্গনে ভয়াবহতা থেকে রক্ষা পেতে দ্রুত সময়ের মধ্যে কার্যকরী পদক্ষেপ নিতে সরকারের সংশ্লিষ্টদের কাছে দাী জানায়। সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই অনশন চলবে বলে জানিয়েছে আয়োজকরা। দ্রুত সময়ের মধ্যে বাধ নির্মানের উদ্যোগ গ্রহণ করা না হলে সামনে আরও বড় আন্দোলনের হুমকি দেয় অনশনে অংশ নেয়া মানুষ।

গত ২ বছরে শুধু মাত্র নড়িয়াতেই গৃহহীন হয়েছে ১০ হাজারেরও বেশী মানুষ। নদী গর্ভে বিলীন হয়েছে এই উপজেলার অন্তত ৭টি শিক্ষা প্রতিষ্ঠান, ১৫টি মসজিদ মাদ্রাসা, ৩টি বাজারের অন্তত তিন শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। বর্ষা মৌসুমের শেষ সময়ে এসেও নদী ভাঙ্গন অব্যাহত রয়েছে নড়িয়ার পদ্মা তীরবর্তী বিভিন্ন এলাকায়। ভাঙ্গনের হুমকিতে রয়েছে উপজেলা স্বাস্থ্য কপ্লেক্স, নড়িয় পৌর ভবন, নড়িয়া বাজার সহ বহুম স্থাপনা।