বাঁধ নির্মাণে অনিয়ম: পাউবো’র উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সুনামগঞ্জে

বাঁধ নির্মাণে অনিয়ম: পাউবো’র উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সুনামগঞ্জে

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি:

বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলী খান এনডিসি’র নেতৃত্বে ৫ সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত দল রোববার বিকালে সুনামগঞ্জে পৌঁছেছে। এই তদন্ত দল হাওরের বাঁধ এলাকায় সরেজমিনে ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলবেন। সুনামগঞ্জের সুধীজনদের সঙ্গেও কথা বলবেন।

রোববার সন্ধ্যা ৭ টায় শহরের জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে শহরের বিশিষ্টজন ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন এই প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হচ্ছেন- একজন যুগ্মসচিব, একজন যুগ্মপ্রধান এবং পাউবো’র সুপারেন্টেড চীফ মনিটরিং কাজী তোফায়েল আহমদ।

ড. মোহাম্মদ আলী খান এনডিসি এ প্রতিবেদককে বলেন,‘সুনামগঞ্জসহ হাওরাঞ্চলের জেলাগুলোয় হাওর রক্ষা বাঁধের নির্মাণ ও সংস্কার কাজে অনিয়ম, দুর্নীতি ও ধীরগতি এবং ভবিষ্যতে করণীয়’ সম্পর্কে মতবিনিময় করার জন্য এই প্রতিনিধিদলের আসা।’