বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস পালিত

শেয়ার করুন

%e0%a6%9f%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2
টাঙ্গাইল প্রতিনিধি :

১১ ডিসেম্বর টাঙ্গাইল মুক্ত দিবস। বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে টাঙ্গাইলে হানাদার মুক্ত দিবস উদযাপিত হচ্ছে। এই দিনে বিজয় উৎসবে মেতে উঠে টাঙ্গাইলবাসী।

রোববার সকালে শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের সংগঠক জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।  উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ। এ সময় উপস্থিত ছিলেন আলহাজ ছানোয়ার হোসেন এমপি, খন্দকার আব্দুল বাতেন এমপিসহ অন্যান্যরা।

রোববার সকালে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে উৎসবের উদ্বোধনী শেষে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র‌্যালীতে মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ সর্বস্তরের প্রায় ১০ সহ¯্রাধিক জনতা অংশ গ্রহন করে।

টাঙ্গাইল পৌরসভা উদ্যোগে আয়োজিত ৬দিন ব্যাপী বিজয় উৎসব শুরু হয়েছে। মুক্তমঞ্চে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তযুদ্ধ বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্র প্রদশনীর ব্যবস্থা করা হয়েছে।