বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি, কোথাও অবনতি

বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি, কোথাও অবনতি

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক :

দেশে বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি কোথাও আবার অবনতি হয়েছে। রংপুরে তিস্তায় তীব্র স্রোতে শুরু হয়েছে নদী ভাঙ্গন। এদিকে কমতে শুরু করেছে শেরপুর ও সিরাজগঞ্জে বন্যার পানি।

তিস্তার তীব্র স্রোত রংপুরের পীরগাছা উপজেলার ২টি ইউনিয়নের অনেক ঘরবাড়ি নদীগর্ভে চলে গেছে । হুমকীর মুখে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও ক্লিনিকসহ আবাদী জমি।

এদিকে, ব্রহ্মপুত্র নদীর পানি কমতে থাকায় শেরপুর সদর উপজেলার চরাঞ্চলের নিম্নাঞ্চলের বন্যা পরিসি’তির উন্নতি হয়েছে। তবে এখনো পানিতে ডুবে রয়েছে ফসলের ক্ষেতগুলো। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমলেও বাড়ি ঘর থেকে পানি পুরোপুরি সরে না যাওয়ায় এখনও বাড়িতে ফিরতে পারছেন না বানভাসী মানুষ।