বন্যার ক্ষতিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা জামালপুর কৃষকদের

বন্যার ক্ষতিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা জামালপুর কৃষকদের

শেয়ার করুন

জামালপুর প্রতিনিধি:

বন্যায় ফসলের ব্যাপক ক্ষতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন জামালপুরের কৃষকরা। মাঠে মাঠে চলছে রোপা-আমন ধান লাগানো এবং পাট কাটা।

বন্যায় জামালপুরের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পাটের। সাত হাজার ৮৫ হেক্টর জমির পাট পানিতে ডুবে যায়। ফলে বেশিরভাগ পাটই বড় হতে পারেনি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, এবার বন্যার পানিতে জামালপুরে  প্রায় এক হাজার ৭৫৫ হেক্টর জমিতে আউশ ধান, ৭ হাজার হেক্টরে রোপা-আমন ধান ও বীজতলা, ১৯০ হেক্টরে কলা ও তিন হাজার ৬৪০ হেক্টর জমির সবজি ক্ষেত পানিতে ডুবে ছিল। এবার বন্যায় জামালাপুরের ৭টি উপজেলায় প্রায় ১৮ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে।

jamalpur.flood_.p

যেসব জায়গায় পানি নেমে গেছে সেসব এলাকায় বেশ জোরে-শোরে ধান লাগাচ্ছেন কৃষকরা। ধানের চারার সংকট কাটিয়ে উঠতে নাবি জাতের বীজতলা তৈরির পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ।

ফসলের পাশাপাশি বেশির ভাগই পুকুরের মাছ পানিতে ভেসে গেছে যা এখন ধরা পড়ছে খাল ও বিলে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. রফিকুল ইসলাম বলেন, জামালপুরে এবারের বন্যায় দেড় লক্ষাধিক কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যায় ব্যাপক ক্ষতি হলেও জমিতে পলি জমায় পরবর্তী মৌসুমে ফসল ভালো হবে এমন সুদিনের প্রত্যাশায় সেখানকার কৃষকরা।