বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ৫ জেলে নিহত

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ৫ জেলে নিহত

শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:

আকস্মিক ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে নিখোঁজ ১২টি ট্রলারের মধ্যে ১টি ডুবে মারা গেছে ৫ জেলে। মঙ্গলবার রাতে ঝড়ে নিখোঁজ হয় পটুয়াখালীর ১২টি ট্রলার। এরমধ্যে শুক্রবার ফিরে আসে ১০টি।

ট্রলারডুবিনিখোঁজ  ট্রলার এফবি সালেহা ও এফবি সাইদুলের খোঁজ মিলছিলোনা। অবশেষে খবর পাওয়া গেলো এফবি সালেহা সুন্দরবনের ভেতরে আছে। আর এফবি সাইদুল নামের ট্রলারটি ডুবে মারা গেছে ৫ জেলে। ট্রলারটিতে থাকা আরও ১২ জেলেকে অপর একটি ট্রলারে উদ্ধার করা গেলেও হতভাগ্য ৫ জেলেকে উদ্ধার করা যায়নি।

নিহত জেলেরা হলেন, আলীপুরের খাজুরা জেলে আবাসনের দেলোয়ার ফকির, গনি মোল্লা, ইউসুফ, আজিজ, এবং পটুয়াখালী সদরের ফাইজুল ওরফে সাইদুল।

এদিকে জেলেদের নিহত হওয়ার খবরে মৎস্য বন্দর আলীপুর-মহিপুরে আড়ৎ পট্টিতে নেমে এসেছে শোকের ছায়া। জেলে পরিবারে চলছে কান্নার রোল।