বগুড়া, সিরাজগঞ্জ ও জামালপুরে বন্যার পানি বৃদ্ধি অব্যাহত

বগুড়া, সিরাজগঞ্জ ও জামালপুরে বন্যার পানি বৃদ্ধি অব্যাহত

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক :

বগুড়া, সিরাজগঞ্জ ও জামালপুরে বন্যার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ওইসব জেলায় পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। তবে পানি কমতে শুরু করেছে মৌলভিবাজারে।

গত কয়েক দিনের বর্ষণে বগুড়ায় বন্যার পানি বৃদ্ধি পেয়েছে। সারিয়াকান্দি পয়েন্টে বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনার পানি। বাড়ি-ঘর ও রাস্তঘাট পানিতে ডুবে যাওয়ায় দুর্ভোগে পড়েছে পানিবন্দি মানুষ। সিরাজগঞ্জে যমুনার পানি আরও বেড়ে, বিপদ সিমার ২৬ সেন্টিমিটার উপড় দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে।

চরাঞ্চলগুলোর অধিকাংশ ঘর-বাড়িতে পানি ঢুকে পড়েছে। টিউবওয়েল তলিয়ে যাওয়ায়, খাবার পানির সংকটে সেখানকার মানুষ। এদিকে জামালপুরে যমুনার পানি ৪ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ৫টি উপজেলার আরো ৮ টি ইউনিয়ন নতুন করে প্লাবিত হয়েছে। জেলার ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ রয়েছে পাঠদান।

এদিকে মৌলভীবাজারে বন্যার পানি কমলেও মানুষের দুর্গতি চরম আকার ধারণ করেছে। আশ্রয় কেন্দ্রগুলোতে প্রতিদিন ডায়রিয়াসহ পানিবাহিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে।