বগুড়ায় ভোটের লাইনের মতো টিকা পেতে লাইন

বগুড়ায় ভোটের লাইনের মতো টিকা পেতে লাইন

শেয়ার করুন

0123

।। চপল সাহা, বগুড়া ।।

বগুড়ায় সারাদেশের মতো গণটিকা দেয়া শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৯টা থেকে টিকা দেয়া শুরু হলেও সকাল ৮টা থেকে টিকা নেয়ার জন্য টিকা কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়ায়। ভোট কেন্দ্রের মতোই টিকার লাইন।

জেলার কাহালু উপজেলার বড়মোহর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা থেকেই টিকা নিতে নারী পুরুষ লাইনে দাঁড়ায়।

স্থানীয়  ইউপি চেয়ারম্যান হারেজ উদ্দিন জানান, ভোট কেন্দ্রে যেমন মানুষ ভোট দিতে এসে লাইনে দাঁড়ায় তেমনি টিকা নিতেও মানুষের ভীড় বাড়ায় লাইন করে টিকা দেয়ার কার্যক্রম চালানো হয়।

প্রসঙ্গত: জেলার ১১০ টি ইউনিয়নে এক যোগে আজ শনিবার টিকা দেয়া শুরু হয়েছে।