বগুড়ায় ডিজিটাল ফসল ক্লিনিক

বগুড়ায় ডিজিটাল ফসল ক্লিনিক

শেয়ার করুন

ফসল ক্লিনিকবগুড়া প্রতিনিধি:

পোকামাকড়ের আক্রমণ কিংবা যে কোনো কারণে ফসল বিবর্ণ হলে কৃষককে আর মাথায় হাত দিতে হবে না। ফসল রক্ষা করতে এই প্রথম বগুড়ার ধুনটে চালু হয়েছে ভ্রাম্যমাণ ডিজিটাল ফসল ক্লিনিক। গাছ কিংবা পোকাক্রান্ত ফসল নিয়েই কৃষক হাজির হচ্ছে ফসল ক্লিনিকে।

বগুড়ার ধুনটের চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা গেলো ঠিক এভাবেই ম্যাগনিফাইং গ্লাস দিয়ে পরীক্ষা করা হচ্ছে ফসলের রোগ। আবার বিবর্ণ গাছ দেখে বলা হচ্ছে কোন সারের অভাবে এমন অবস্থা।

মানুষ নিজের রোগের জন্য যেমন ডাক্তার কিংবা ক্লিনিকে যায়, ঠিক তেমনি কৃষক তার ফসলের রোগ নির্ণয় করতে হাজির হচ্ছে ভ্রাম্যমান এই  ডিজিটাল ফসল ক্লিনিকে। সারিবদ্ধভাবে বসে থাকা কৃষি বিশেষজ্ঞরা কৃষকদের কথা শুনেন, দেন প্রেসক্রিপশনও।
ইচ্ছে করলে কৃষক মোবাইল ফোনেও জানতে পারেন তার ফসলের রোগ।

প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে সপ্তাহে একদিন কৃষি সেবা পৌঁছে দেওয়ার জন্যই ভ্রাম্যমান এই ক্লিনিক তৈরি করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা।

ভ্রাম্যমান এই ডিজিটাল ফসল ক্লিনিক একদিন গোটা দেশে ছড়িয়ে পড়বে বলে আশা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের।