ফেরিঘাটে দূরপাল্লার পরিবহন ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে থেকেও পাচ্ছে না ফেরি

ফেরিঘাটে দূরপাল্লার পরিবহন ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে থেকেও পাচ্ছে না ফেরি

শেয়ার করুন
Paturia_Jam
পাটুরিয়া ফেরিঘাটে পারের অপেক্ষায় শতশত গাড়ি। ছবি- এটিএন টাইমস

।। মোঃ রনি মিয়া, মানিকগঞ্জ ।।

আজ শুক্রবার সরকারি ছুটি হওয়ার কারণে যানবাহনের চাপ বেশি হয়ে যাওয়াতে পারাপার করতে হিমশিম খেতে হচ্ছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষকে।
দূরপাল্লার পরিবহন এর সাথে পণ্যবোঝাই ট্রাক এর একটি দীর্ঘ সারি  আছে পাটুরিয়া ফেরি ঘাটে। দূরপাল্লার পরিবহন এর যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে থেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে পাটুরিয়া ঘাটে এসে।
দূরপাল্লার পূর্বাশা পরিবহনের সুপারভাইজার রিপন এর সাথে কথা বললে তিনি বলে।  রাত ০১.০০টা বাজে ঘাটে এসে পৌঁছালেও এখন সকাল ০৯.০০টা বাজে এখন পর্যন্ত ফেরি পাননি তিনি।
দূরপাল্লার পরিবহন এর সাথে সাথে পণ্য বোঝাই ট্রাকের ভোগান্তির শেষ নেই প্রতিটি ট্রাকের এই ক্ষতিপূরণ দিতে হবে এমনটা বলেছে অনেক ট্রাকচালকরা। ট্রাকচালকেরা বলছেন সময়মত মাল ডেলিভারি দিতে না পারলে পরিপূর্ণ টাকা দিবেনা মহাজনরা।
স্বাভাবিক সময়ে ছোট-বড় ১৭টি ফেরি চললেও, আজ পাটুরিয়া ঘাটে মোট ৮টি বড় এবং ৫টি ছোট ফেরি দিয়ে যানবাহন পারাপার করছে ঘাট কর্তৃপক্ষ।