ফুলবাড়িয়া সংঘর্ষ: সাত জনের বিরুদ্ধে মামলা

ফুলবাড়িয়া সংঘর্ষ: সাত জনের বিরুদ্ধে মামলা

শেয়ার করুন

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে আন্দোলনের সময় সংঘর্ষে ২ জন নিহতের ঘটনায় স্থানয়ি সাংসদসহ ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার সকালে জেলার ২ নাম্বর আমলী আদালতে মামলাটি করেন ওই কলেজের শিক্ষক এস.এম. আবুল হাশেম। এতে কলেজের গভর্নিং বডির সভাপতি স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মোসলেম উদ্দিন ছাড়াও আসামি করা হয় অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও থানার ওসিসহ ৭জনকে।

এছাড়াও অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনের কথাও উল্লেখ করা হয় । ফুলবাড়িয়াতে কলেজ সরকারি করনের দাবিতে আন্দোলনের সময় গত ২৭ নভেম্বর পুলিশের সাথে সংঘর্ষে মারা যান কলেজের অধ্যাপক আবুল কালাম আজাদসহ ২জন। আহত হন অর্ধশত।