ফরিদপুরে ৫শ কলাগাছ কেটে ফেলা হয়েছে

ফরিদপুরে ৫শ কলাগাছ কেটে ফেলা হয়েছে

শেয়ার করুন

faridpur pic-1
।। ফরিদপুর প্রতিনিধি ।।
ফরিদপুর পৌর এলাকার ৩নং ওয়ার্ডের পশ্চিম গঙ্গাবর্দী এলাকার কুমার নদের
তীরবর্তী স্থানে লাগানো ৫ শতাধিক ফল ধলা কলাগাছ কেটে ফেলার অভিযোগ
পাওয়া গেছে। বনবিভাগের কর্মীরা স্থানীয়দের লাগানো এসব কলাগাছ কেটে
ফেলেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। তবে বন বিভাগের দাবী, বনায়নের জন্য
কলাগাছ গুলো কেটে ফেলা হয়।
জানা গেছে, শহরের বর্ধিত পৌর এলাকার ৩নং ওয়ার্ডের গঙ্গাবর্দী, পশ্চিম
গঙ্গাবর্দীসহ কুমার নদের তীরের সরকারী জায়গায় স্থানীয় এলাকাবাসী দীর্ঘদিন
যাবত বিভিন্ন ফলজ,বনজ ও ঔষধী গাছের চারা লাগিয়ে তা পরিচর্যা করে আসছিল।
সম্প্রতি, কুমার নদের মাটি কাটার পর নদের তীরে কলাগাছ লাগান স্থানীয়রা। নদের
তীরবর্তী স্থানে কয়েক হাজার কলাগাছের চারা রোপন করেন তারা। সেই চারা গুলো
বড় হয়ে প্রতিটি গাছেই কলা ধরেছে। কয়েকদিন পরই কলা গুলো পেকে যেতো এবং
বিক্রি করতে পারতো স্থানীয়রা। কিন্তু হঠাৎ করে বৃহস্পতিবার সকালে স্থানীয়
বনবিভাগের বেশকিছু কর্মী কলাগাছ গুলো কেটে ফেলতে থাকেন। গাছ গুলো
লাগানো ব্যক্তিরা এর প্রতিবাদ করলে তাদের কোন কথাই শোনেননি বনবিভাগের
লোকজন। এসময় ৫ শতাধিক ফলধরা কলাগাছ কেটে ফেলা হয়। আনোয়ার হোসেন
নামের এক ব্যক্তি বলেন, কুমার নদের পাশে তাদের বাড়ী। তারা বিভিন্ন জাতের গাছ
লাগিয়ে ছিলেন। গত বছর তিনি সহ বেশ কয়েকজন নদের তীরে কয়েক হাজার
কলাগাছ লাগান। প্রতিটি কলাগাছই ফল ধরা ছিল। বনবিভাগের লোকজন কোন
কারন ছাড়াই গাছ গুলো কেটে ফেলেন। ফলে তাদের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।
স্থানীয় অনেকেই অভিযোগ করে বলেন, কলাধরা অবস্থায় গাছ গুলো বনবিভাগ না
কাটলেই পারতো। ফরিদপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মীর সাইদুর রহমান বলেন,
বৃহৎ স্বার্থে অনেক সময় ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হয়। বনায়নের জন্য কলাগাছ গুলো
কেটে ফেলা হয়েছে।