ফরিদপুরে করোনা ও উপসর্গ নিয়ে ১৯ জনের মৃত্যু

ফরিদপুরে করোনা ও উপসর্গ নিয়ে ১৯ জনের মৃত্যু

শেয়ার করুন

faridpur hospital pic

।। কামরুজ্জামান সোহেল,ফরিদপুর ।।
ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় ১১ জন এবং উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত ১৪১ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে আরো ৭৪ জনের করোনা সনাক্ত হয়েছে। এদের মধ্যে আলফাডাঙ্গার ১ জন, ভাঙ্গার ৬ জন, নগরকান্দার ১ জন, মধুখালীর ৮ জন, সদরপুরের ৯ জন, সালথার ২ জন এবং সদর উপজেলার ৪৪ জন রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে যে ১৯ জন মারা গেছেন তাদের মধ্যে ফরিদপুরের ৯ জন, রাজবাড়ীর ৪ জন, মাদারীপুরের ৩ জন এবং মাগুড়া, গোপালগঞ্জ, শরীয়তপুরের ১ জন করে রয়েছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান জানান, করোনা ডেডিগেটেড হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩০৫ জন। সিভিল সার্জন মোঃ ছিদ্দিকুর রহমান বলেন, এ পর্যন্ত ফরিদপুরে ১৮ হাজার ৯৮৮ জনের করোনা সনাক্ত হয়েছে।