ফরিদপুরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে দ্রুতহারে

ফরিদপুরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে দ্রুতহারে

শেয়ার করুন

faridpur_1

।। কামরুজ্জামান সোহেল,ফরিদপুর ।।
ফরিদপুরে গত ২৪ ঘন্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু
হয়েছে। আর নতুন করে আক্রান্ত হয়েছে ১৩১ জন। সনাক্তের হার ৫৬ দশমিক ৭০ শতাংশ।
জেলায় গত কয়েকদিনে করোনায় আক্রান্তের সংখ্যা দ্বিগুন হারে বেড়েছে। জেলা
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ফরিদপুর করোনা ডেডিকেটেড
হাসপাতালে দুইজন করোনায় আক্রান্ত হয়ে এবং তিনজন করোনার উপসর্গ নিয়ে
মারা গেছে। শহরের রথখোলা এলাকার বাসিন্দা নারায়ন ভট্রাচার্য (৮০) ও ভাঙ্গা
উপজেলার রঘুনাথপুর গ্রামের নুরুদ্দিন খান (৭৫)। করোনার উপসর্গ নিয়ে যারা
মারা গেছেন তারা হলেন, ফরিদপুর সদর উপজেলার গজারিয়া এলাকার হান্নান
মোল্লা, ভাঙ্গা উপজেলার মাহাবুবুর রহমান ও রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার
জয়নাল শেখ। এ নিয়ে ফরিদপুর জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন ২১১
জন। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোঃ
সাইফুর রহমান জানান, করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমনে ১২০ জন
রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ১৫ জন আইসিইউতে এবং ১০৫ জন
করোনায় ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন
২৯ জন।
ফরিদপুর জেলার সিভিল সার্জন মোঃ ছিদ্দিকুর রহমান জানান, ফরিদপুরে এ পর্যন্ত
১২ হাজার ১২৫ জনের করোনা সনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় ২৩১ জনের নমুনা
পরীক্ষা করে ১৩১ জনের করোনা সনাক্ত হয়েছে। সনাক্তের হার ৫৬ দশমিক ৭০ শতাংশ।
এদিকে, করোনার হার বেড়ে যাওয়ায় ফরিদপুর পৌর এলাকায় এক সপ্তাহের লকডাউন
চলছে। আগামী রবিবার মধ্যরাত পর্যন্ত এ লকডাউন চলবে। তবে লকডাউন আরো ১
সপ্তাহ বাড়তে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। ফরিদপুর পৌর এলাকায়
কঠোর লকডাউনের কারনে সবকিছু বন্ধ থাকায় চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে
মানুষকে।