ফরিদপুরে করোনায় নতুন শনাক্ত ৫১ জন, মৃত্যু নেই

ফরিদপুরে করোনায় নতুন শনাক্ত ৫১ জন, মৃত্যু নেই

শেয়ার করুন

Faridpur_Hospital

।। কামরুজ্জামান সোহেল,ফরিদপুর ।।

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে উপসর্গ নিয়ে মারা গেছেন তিনজন। অন্যদিকে নতুন করে ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবের মাধ্যমে ১৯৩ জনের নমুনা পরীক্ষা করে ৪৯ জনের এবং র‌্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে ১৯ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২ জনের। করোনা শনাক্তের হার ২৪ দশমিক শূন্য ৫। সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, পিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী নতুন করোনা শনাক্ত ৪৯ জনের মধ্যে ভাঙ্গার ১ জন, বোয়ালমারীর ১, নগরকান্দার ৩, মধুখালীর ৩, সদরপুরের ৮, চরভদ্রাসনের ১, সালথার ১ এবং সদরের ৩১ জন রোগী আছেন।

হাসপাতালে পিসিআর ল্যাবের মাধ্যমে মোট করোনা শনাক্ত হয়েছে ২০ হাজার ৪৯৪ জনের। আর উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন ফরিদপুরের এবং একজন গোপালগঞ্জের। মোট মৃত্যুর সংখ্যা ৪৯৭। ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড এ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগী ১৩৩ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ৯০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৭ জন।