প্রাগপুরকে শিশু ও বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

প্রাগপুরকে শিশু ও বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

শেয়ার করুন

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুরের প্রাগপুর ইউনিয়নকে শিশু ও বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জয়পুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষনা দেওয়া হয়।

প্রাগপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল মাষ্টারের সভাপতিত্বে শিশু ও বাল্যবিবাহ মুক্ত ঘোষণা সভায় প্রধান অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌফিকুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আলহাজ্ব নজরুল ইসলাম এবং জয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুল ইসলাম নান্নু মাষ্টার।

মহিষকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আশরাফুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, এনজিও কর্মী কাজী শফিউল্লাহ ও জীবন্নাহার খাতুন। মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার আয়োজনে ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় শিশু ও বাল্যবিবাহ মুক্ত ঘোষণা সভার আয়োজন করা হয়।