প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলো নড়াইল চিত্রা থিয়েটার

প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলো নড়াইল চিত্রা থিয়েটার

শেয়ার করুন

 

 narail chitra

 ।। কার্ত্তিক দাস,নড়াইল।।

 কাকডাকা ভোরেই বেরিয়ে পড়ে একদল যুবক যুবতী। হাতে “জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে”-শ্লোগান সম্বলিত লেখা ফেষ্টুন আর লাল গোলাপ। শহর এবং শহরতলীর সুধিজনের বাড়ির দরজায় কড়া নাড়িয়ে জাগিয়ে তোলে। কুশল বিনিময় শেষে বাড়ির মালিকের হাতে তুলে দেন ফেষ্টুন আর লাল গোলাপ। মনে করিয়ে দেওয়া হয় আজ ২৩ সেপ্টেম্বর নড়াইলের নাট্য জগতের পথিকৃত চিত্রা থিয়েটারের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী্।

প্রতিষ্ঠাবর্ষিকী পালনে প্রতিবারের মতো এবারও পানি উন্নয়ন বোর্ড চত্বরে গণকবরে,জেলা জজ আদালতের পাশে চিত্রা নদীর তীরে অবস্থিত বধ্যভূমিতে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ,করে।

এর আগে চিত্রা থিয়েটার ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের কর্মীরা শহরের প্রজন্ম চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করে। বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মরয় কুমার কুন্ডু,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও নড়াইল পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু,নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জোটের যুগ্ম সম্পাদক শামীমুল ইসলাম,চিত্রা থিয়েটারের সাধারণ সম্পাদক ইমান আলী মিলন,নাট্য ব্যক্তিত্ব মো.ওসমান আলী প্রমুখ।