পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিককে লাঞ্চিত করায় প্রতিবাদে সভা

পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিককে লাঞ্চিত করায় প্রতিবাদে সভা

শেয়ার করুন

Photo


মাসুম বিল্লাহ্, শরণখোলা, বাগেরহাটঃ পেশাগত দায়িত্ব পালনের জন্য স্বাস্থ্য মন্ত্রনালয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে দৈনিক প্রথম আলোর জেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্থা ও শারিরিকভাবে লাঞ্চিত করা ও ষড়যন্ত্রমুলক মামলায় ফাঁসানোর প্রতিবাদে বাগেরহাটের শরনখোলা উপজেলা প্রেসক্লাবে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ মে মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের সভাপতি আ. মালেক রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি মিজানুর রাকিব, সাধারন সম্পাদক এমাদুল হক (শামীম), যুগ্ন সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক শাহিন হাওলাদার, নির্বাহী সদস্য মাসুম বিল্লাহ, শাওন হোসেন ও মাসুদ মীর প্রমুখ।
বক্তারা রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার সহ তার নিঃশর্ত মুক্তির দাবী করেন পাশাপাশি ষড়যন্ত্রকারীদের চিহিৃত করে বিচারের আওতায় আনার জোর দাবী জানান।