পূর্বাচলে অস্ত্র উদ্ধার : ৫ জনের ৮ দিন করে রিমান্ড

পূর্বাচলে অস্ত্র উদ্ধার : ৫ জনের ৮ দিন করে রিমান্ড

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

পূর্বাচল উপ-শহর থেকে উদ্ধার করা অস্ত্র মামলায় ৫ জনের ৮ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার বিকেলে নারায়ণগঞ্জের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আসামিদের হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে জেলা গোয়েন্দা পুলিশ। বিচারক মেহেদী হাসান তাদের ৮ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, শনিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদী হয়ে রূপগঞ্জ থানায় ৬ জনকে আসামি করে অস্ত্র ও বিস্ফোরক ধারার মামলা করেন। মামলায় আসামি করা হয়েছে- শরিফুল, শাহীন ওরফে সানা, রাসেল, শান্ত মুরাদ ও কাতারে পলাতক হৃদয়কে। মামলার অভিযোগে বলা হয়, হৃদয় পূর্বাচলের ৫ নম্বর সেক্টরের লেকে মাছ ধরতে গিয়ে একটি ব্যাগ পায়।

ব্যাগটিতে বেশ কয়েকটি এসএমজি থাকার কথা সে শরীফুলকে জানায়। এরপর শরীফুল, শাহীন, রাসেল, শান্ত, হৃদয় ও মুরাদ এসব অস্ত্র নিজেরা ভাগাভাগি করে নেয় এবং বিক্রির চেষ্টা করে। তাদের বিরুদ্ধে অস্ত্রের একাংশের সন্ধান পেয়েও, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে না জানিয়ে গোপন করার অভিযোগ আনা হয়েছে।