পায়ে হেঁটে কিডনিরোগীর বাড়িতে গিয়ে অনুদানের চেক পৌঁছে দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

পায়ে হেঁটে কিডনিরোগীর বাড়িতে গিয়ে অনুদানের চেক পৌঁছে দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

শেয়ার করুন
FB_IMG_1627390667778।। আসাদুজ্জামান তালুকদার ।। করোনাকালীন প্রতিকূল পরিবেশের শুরু থেকেই প্রধানমন্ত্রীর বিভিন্ন অনুদান নিয়ে ছুটে চলছেন স্বশরীরে মানুষের দুয়ারে দুয়ারে, পায়ে হেটে অসহায় দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়েছেন তিনি। এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৭ জুলাই) একজন ক্যান্সারে আক্রান্ত রোগীর ফোন নাম্বার না থাকায় নিজেই খোঁজ নিয়ে বাসায় গিয়ে রোগীর হাতে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ  এর ৫০ হাজার টাকার চেক পৌঁছে দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, এমপি ।
সদর উপজেলার মঈনপুর গ্রামের আব্দুল গণি বাড়িতে বসেই অনুদানের চেক পেয়ে যারপরনাই আনন্দিত, মন থেকে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও তার পরিবারের জন্য শুভকামনাও জানিয়েছেন।
এদিকে বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন জেলার সিনিয়র রাজনৈতিক নেতারা।  একজন প্রতিমন্ত্রীর কর্দমাক্ত পথ পাড়ি দিয়ে অনুদানের চেক রোগীর বাসায় পৌঁছে দেওয়া নিঃসন্দেহে ভালো দিক যা তৃণমূল রাজনৈতিক নেতাদের কাছে একটি পজেটিভ ম্যাসেজ বলেও দাবি করেন তারা।