পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫০ জনে

পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫০ জনে

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক :

পাহাড়ধসে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫০ জনে। এর মধ্যে রাঙামাটিতে ১০৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এখনো নিখোঁজ রয়েছে অন্তত ২০ জন। আহত হয়েছেন কমপক্ষে ৭৭ জন।

এ ছাড়া চট্টগ্রামে ৩৬, বান্দরবানে ৮ ও খাগড়াছড়িতে ১ জনের মৃত্যু হয়েছে। এদিকে আবারো পাহাড়ধ্বসের আশঙ্কা রাঙামাটি ও বান্দরবানে।

রাঙামাটিতে ৩ নম্বর সতর্ক সংকেত জানিয়ে মাইকিং করছে প্রশাসন। অন্যদিকে সতর্ক করে মাইকিং করা হচ্ছে বান্দরবানেও।

বুধবার সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাঙামাটির মানিকছড়িসহ কয়েকটি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। পরে তিনি বান্দরবানে গিয়েও ত্রাণ বিতরণ করেন। পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও সহায়তায় সরকার সব রকম সহযোগিতা করবে বলে আশ্বাস দেন মন্ত্রী।