পাহাড়ধসের এক মাস পেরিয়ে গেলেও স্বাভাবিক হয়নি জীবনযাত্রা

পাহাড়ধসের এক মাস পেরিয়ে গেলেও স্বাভাবিক হয়নি জীবনযাত্রা

শেয়ার করুন

রাঙ্গামাটি প্রতিনিধি :

পাহাড়ধসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা রাঙামাটি। ঠিক এক মাস পেরিয়ে গেলেও, এখনো স্বাভাবিক হয়নি জীবনযাত্রা। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কোনো উদ্যোগ নেই। আশ্রয়কেন্দ্র কমিয়ে আনায় নতুন আশঙ্কায় পড়েছেন ঘরহারা মানুষ। যোগাযোগ ব্যবস্থাও এখনো বেহাল।

১৩ জুন রাঙামাটি শহর তছনছ করে দেয়, স্মরণকালের ভয়াবহ পাহাড়ধস। প্রকৃতির দয়াহীন এই বিপর্যয়ে, মৃত্যু হয় ১২০ জনের। ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থা চালু করতে গিয়ে, আবার পাহাড়ধসে প্রাণ হারান ৫ সেনা কর্মকর্তা। এই পর্যটন জেলাটি পেয়েছে ধ্বংসস্তুপের পরিণতি।

পাহাড়ধসে গৃহহীন হয়ে পড়ে, প্রায় ৪ হাজার মানুষ। প্রথম দিকে ৩৬টি আশ্রয়কেন্দ্রে তাদের ঠাঁই হয়। আশ্রয়কেন্দ্র কমিয়ে আনা হয়েছে অর্ধেকেরও বেশি। এখন ১৫টি কেন্দ্রে ২ হাজারের বেশি মানুষ গাদাগাদি করে দিন কাটাচ্ছে। আশ্রিতদের মনে শঙ্কা, তাদের সঠিক পুনর্বাসন হবে কিনা? মাথা গোজার ঠাই হবে কিনা?

অবশ্য ৪টি স্থায়ী আশ্রয়কেন্দ্র খোলার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

আর প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা সমন্বিত পুনর্বাসনের পরিকল্পনার কথা জানালেন পৌরমেয়র আকবর হোসেন চৌধুরী।

পাহাড়ধস তার নির্মমতার চিহ্ন প্রকটভাবে রেখে গেছে সড়কে। জেলার অধিকাংশ রাস্তাঘাট এখনো চলাচলের উপযোগী নয়। রাতদিন কাজ চলছে, বিচ্ছিন্ন দশা থেকে রাঙামাটিকে মুক্ত করতে।