পাহাড়ে ভূমিহীন অসহায় পরিবারের জন্য ৩’শ ঘর নির্মাণ করে দিচ্ছে পার্বত্য মন্ত্রণালয়

পাহাড়ে ভূমিহীন অসহায় পরিবারের জন্য ৩’শ ঘর নির্মাণ করে দিচ্ছে পার্বত্য মন্ত্রণালয়

শেয়ার করুন

IMG_20210926_125908

।। বান্দরবান প্রতিনিধি ।।
পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের ভূমিহীন অসহায় পরিবারের জন্য পার্বত্য মন্ত্রণালয়ের অর্থায়নে ৩’শ ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। পার্বত‍্য জেলা পরিষদের মাধ্যমে এসব ঘরগুলো নির্মাণ করা হচ্ছে। আজ রবিবার সকালে বান্দরবানের রোয়াংছড়ির তুলাতলী এলাকায় পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঘর অসহায় পরিবারের মাঝে হস্তান্তর করেন। এ সময় তাঁর সাথে অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোরকান এলাহি, উপজেলা চেয়ারম্যান চহাই মং মারমা, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, কাঞ্চন জয় তঞ্চঙ্গ‍্যা, তিংতিং ম‍্যা মারমা, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াসির আরাফাত, প্রকল্প পরিচালক আব্দুল আজিজ, সাবেক উপজেলা চেয়ারম্যান হ্লাথোয়াই হ্লী মারমা সহ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামে আওয়ামী লীগ সরকারের আমলে আশানুরূপ উন্নয়ন কাজ হয়েছে। সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছে। পার্বত্য এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখার জন‍্য সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান পার্বত্য মন্ত্রী। মন্ত্রী পরে উপজেলা কমপ্লেক্স চত্বরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৩ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ৫টি প্রকল্পের উদ্বোধন করেন।