পাকুন্দিয়ায় আমেরিকা প্রবাসীর উদ্যোগ ঈদে খাদ্য সহায়তা পেলো ১৪২ অভাবী পরিবার

পাকুন্দিয়ায় আমেরিকা প্রবাসীর উদ্যোগ ঈদে খাদ্য সহায়তা পেলো ১৪২ অভাবী পরিবার

শেয়ার করুন

Kishoreganj Disable EID Gift (1)
।। শফিকুল ইসলাম, কিশোরগঞ্জ ।।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় করোনা মহামারিতে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষে মধ্যে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়েছে। ঈদকে
সামনে রেখে শুক্রবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার হোসেন্দি এলাকার এক আমেরিকা প্রবাসীর এ উদ্যোগ অভাবি
পরিবারগুলোর মুখে হাসি ফোটায়। তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন কিশোরগঞ্জ-২ আসনের এমপি ও পুলিশের
সাবেক আইজি নূর মোহাম্মদ।
আমেরিকা প্রবাসী ডা. রিয়াজ ফেরদৌস শিবলির অর্থায়নে স্থানীয় একটি মসজিদের ব্যানারে এসব ত্রাণ সামগ্রী বিতরণ
করেন তারই ছোট ভাই ব্যবসায়ী আহমেদ আমিন হিমেল।
সমাজসেবক মো. গাজীউল হকের সভাপতিত্বে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয়
আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট হুমায়ুন কবীর, অ্যাডভোকেট আবু নাসের সনজু, হোসেন্দি ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান মজিবুর রহমান আকন্দ, বুরুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, মুক্তিযোদ্ধা মেসবাহ
উদ্দিন, লায়ন সারোয়ার আলম প্রমূখ।
পরে ১৪২ অভাবী পরিবারের মাঝে পরিবারপিছু ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার ভোজ্য তেল, ২ কেজি
পিয়াজ, এক কেজি লবন, ৩ কেজি আলু ও এক কেজি চিনিসহ মাংসের মসলা দেয়া হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্থানীয়
আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।