পাঁচ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড শতাধিক ঘর ও ২০টি দোকান

পাঁচ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড শতাধিক ঘর ও ২০টি দোকান

শেয়ার করুন

 

শরীয়তপুর প্রতিনিধি :

শরীয়তপুরের জাজিরা উপজেলার পাইন পাড়া গ্রামে ঝড়ে শতাধিক বসত ঘর বিধ্বস্ত হয়েছে। মঙ্গল মাঝির লঞ্চ ঘাটের ২০টি দোকান বিধ্বস্ত হয়েছে। রোববার সকাল ১১টার দিকে ঝড়টি প্রবাহিত হয়ে পাঁচ মিনিট স্থায়ী হয়। ঘরে চাপা পরে তিন ব্যক্তি আহত হয়েছে। আহতদের জাজিরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

জাজিরা উপজেলা প্রশাসন সূত্র জানায়,শনিবার সন্ধ্যা থেকে শরীয়তপুরে ঝড়ো বৃষ্টি বইতে শুরু করে। রোববার সকাল ১১টার দিকে হঠাৎ ঝড় শুরু হয়। ঝড়টি পাঁচ মিনিট স্থায়ী হয়। এতে পাইন পাড়া গ্রামের শতাধিক টিনের তৈরি বসত ঘর বিধ্বস্ত হয়। গ্রামটির পাশের মঙ্গল মাঝির লঞ্চঘাটের ২০ ব্যবসা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়। ঘরের নীচে চাপা পরে আতাউর রহমান,মনিমালা বেগম ও দেলোয়ার হোসেন আহত হয়েছে।

ঝড়ের খবর পেয়ে স্থানীয় সাংসদ বিএম মোজাম্মেল হকে ক্ষতিগ্রস্তদের খোজ খবর নেন ও সহযোগিতার আশ্বাস দেন। দোকানের মালামাল সরিয়ে নিতে পারিনি।

পাইন পাড়া গ্রামের লতিফ মাদবর বলেন,সকালে বৃষ্টি হচ্ছিল ,১১টার দিকে হঠাৎ ঝড় শুরু হয়। পাঁচ মিনিটের ঝড়ে আমার একটি দোতলা টিনের ঘর পরেযায়।

মঙ্গল মাঝির লঞ্চ ঘাটের মোকলেশ মাদবর বলেন, বৃষ্টি হচ্ছিল , ভোর থেকে   হঠাৎ ঝড় শুরু হয়। পাঁচ মিনিটের ঝড়ে আমাদের ১৫  টিনের ঘর পরে যায়।
মঙ্গল মাঝির লঞ্চ ঘাটের ব্যবসায়ী মোশারফ মাদবর বলেন,পাঁচ মিনিটের ঝড়ে আমার দোকান ঘরটি উড়িয়ে নিয়ে যায়।কিছু বুঝে ওঠার আগেই এমন ক্ষতি হয়ে গেল। দোকানের মালামাল সরিয়ে নিতে পারিনি।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের  বলেন,ঝড়ের খবর পেয়ে স্থানীয় সাংসদ বিএম মোজাম্মেল হকের  সাথে ওই গ্রামে গিয়ে ছিলাম। ক্ষতি গ্রস্থদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। তাদের সহায়তা করা হবে।

 

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের  বলেন,ঝড়ের খবর পেয়ে স্থানীয় সাংসদ বিএম মোজাম্মেল হকের  সাথে ওই গ্রামে গিয়ে ছিলাম। ক্ষতি গ্রস্থদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। তাদের সহায়তা করা হবে।