পাঁচ দিন পর খুলল আশুলিয়ার ৫৯ পোশাক কারখানা

পাঁচ দিন পর খুলল আশুলিয়ার ৫৯ পোশাক কারখানা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বেতন বাড়ানোর দাবিতে শ্রমিক বিক্ষোভের মুখে বন্ধ করে দেওয়া আশুলিয়ার ৫৯টি পোশাক কারখানা টানা পাঁচদিন পর খুলেছে।

সোমবার সকাল থেকে জামগড়া, ছয়তলা, জিরাবো, নরসিংহপুর ও ইউনিক এলাকার বন্ধ থাকা বিভিন্ন কারখানাগুলোতে শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা গেছে। কর্মমুখর হয়ে উঠেছে শিল্প কারখানা।

এদিকে, আন্দোলনে উসকানি দেয়ার অভিযোগে বহিস্কৃত শ্রমিকদের কারখানার আশেপাশে না আসার জন্য মাইকিং করছে পুলিশ। কারখানা ও আশেপাশের এলাকায় পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যের উপস্থিতি দেখা গেছে।

প্রধানমন্ত্রীর নির্দেশ ও ৩০টি শ্রমিক সংগঠনের অুনরোধের পরিপ্রেক্ষিতে বিজিএমইএ আজ থেকে আবারও বন্ধ কারখানাগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান রোববার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। বেতন বাড়ানোসহ বেশ কিছু দাবিতে শ্রমিক বিক্ষোভের মুখে ২০ ডিসেম্বর ৫৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে বাধ্য হয় মালিকপক্ষ।