পরিবেশ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তর গাজীপুর এর পৃথক ২ টি অভিযান

পরিবেশ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তর গাজীপুর এর পৃথক ২ টি অভিযান

শেয়ার করুন

IMG-20210624-WA0018

ছবি- এটিএন টাইমস

।। মাজহারুল ইসলাম, মাসুম ।।

আজ বৃহস্পতিবার জেলা প্রশাসন, গাজীপুরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয় এর সার্বিক সহযোগিতায় গাজীপুর জেলার কাশিমপুর এলাকায় পরিবেশ দূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে আশেপাশের পরিবেশ দূষণ করায় সারাবো, কাশিমপুর, গাজীপুর এলাকার ঝংসিয়ান রিজেনারেশন রিসোর্সেস লিমিটেড নামক প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কারখানার ম্যানেজার কোরবান আলী কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। এছাড়া হাতিমারা কাশিমপুর, গাজীপুর এলকার টংরিভ দ্যা ইন্ডাস্ট্রি লি: ইউনিট-০২ নামক কারখানাকে একই অপরাধে ২ লক্ষ্ টাকা জরিমানা করা হয় এবং দুটি কারখানারই উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জবাব মোঃ আশরাফ উদ্দিন।
র‍্যাব-১ এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ্ এর নেতৃত্বে টঙ্গীর বড় দেওরা এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিরোধী অন্য একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এই মোবাইল কোর্টে হেলাল উদ্দিন নামক এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৫০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এবং তাকে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ মমিন ভূঁইয়া, ও পরিদর্শক জনাব সঞ্জিত বিশ্বাস, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন র‍্যাব-১ এর সদস্যবৃন্দ।