‘পদ্মা সেতু ১৬ কোটি মানুষের সম্মানের সেতু’

‘পদ্মা সেতু ১৬ কোটি মানুষের সম্মানের সেতু’

শেয়ার করুন

 

Photo munshiganj 11.08 (1)
মুন্সীগঞ্জ প্রতিনিধি :

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন- পদ্মা সেতু এদেশের ১৬ কোটি মানুষের সম্মানের সেতু। বিশ্ব ব্যাংক আমাদের চোর বলেছে। জননেত্রী শেখ হাসিনা তাদের চ্যালেঞ্জ করে নিজ অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করছেন। আর ২ বছর অপেক্ষা করেন। পদ্মা সেতু নির্মাণ হলে পদ্মা পাড়ের একজন মানুষও দরিদ্র থাকবে না। এ অঞ্চলের আর্থ-সামাজিক চিত্র পাল্টে যাবে।

বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল হরেন্দ্র লাল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে ১ হাজার ৯৬ জন বন্যার্তের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে তিনি এ সব কথা বলেন।
Photo munshiganj 11.08 (2)
মন্ত্রী আরও বলেন- পদ্মা সেতু শুধু সেতুই নয়। পদ্মা সেতু বিশ্বের তৃতীয় বৃহত্তম নদী সেতু। বঙ্গবন্ধুর সাহসী কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ৩০ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু নির্মাণ হতে চলেছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, মুন্সীগঞ্জ-১ আসনের সুকুমার রঞ্জন ঘোষ, কেন্দ্রীয় আ’লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভুঁইয়া ডাব্লিউ, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফজলে আজিম, ভাগ্যকুল ইউপির চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত, ভাগ্যকুল ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন মিতুল প্রমুখ।