পদ্মার ভাঙনে তোরে ডুবে গেছে ৩ লঞ্চ, নিখোঁজ ১৫

পদ্মার ভাঙনে তোরে ডুবে গেছে ৩ লঞ্চ, নিখোঁজ ১৫

শেয়ার করুন

শরীয়তপুর প্রতিনিধি :

শরীয়তপুরের নড়িয়ায় পদ্মার ভাঙনের তোরে খুব ভোরে নোঙর করা অবস্থায় ৩টি লঞ্চে ডুবে গেছে। এ ঘটনায় একই পরিবারের ৩ যাত্রী ও ১২জন লঞ্চ স্টাফ নিখোজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় জেলা প্রশাসন, নৌ পরিবহন মন্ত্রনায়ল, নৌ পরিবহন অধিদপ্তর ও বিআইডব্লিউটিএ আলাদা ৪টি তদন্ত কমিটি গঠন করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৫টার দিকে পদ্মার প্রবল শ্রোতে নড়িয়ার ওয়াপদা ঘাট পাড়ের একটি বিরাট অংশ নদীতে ভেঙ্গে পড়ে। এতে বিআইডব্লিউটিসির পল্টুনে নোঙর করে থাকা ৩টি লঞ্চ ডুবে যায। এ ঘটনায় ৩ যাত্রীসহ লঞ্চের ১২ স্টাফ নিখোজ রয়েছে।

স্থানীয়রা মোহাম্মদ আলী ও সরোয়ার নামের দুই যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে। লঞ্চ ও নিখোজ যাত্রীদের উদ্ধারে উদ্ধার তৎপরতা শুরু করেছে জেলা প্রশাসন ও নৌ-বাহিনীর ১১সদস্য বিশিষ্ট একটি ডুবুরী দল। নারায়নগঞ্জ থেকে উদ্ধার কাজে যোগ দিতে প্রত্যয় নামের একটি জাহাজ রওনা হয়েছে বলে বিআইডব্লিউটিসি সূত্র জানিয়েছে।