পদ্মার পানি বেড়ে মাদারীপুর ও শরিয়তপুরে বন্যা দেখা দিয়েছে

পদ্মার পানি বেড়ে মাদারীপুর ও শরিয়তপুরে বন্যা দেখা দিয়েছে

শেয়ার করুন

 

এটিএন টাইমস ডেস্ক :

পদ্মর পানি বৃদ্ধি পেয়ে মাদারীপুর ও শরিয়তপুর জেলায় বন্যা দেখা দিয়েছে। দুটি জেলার বিভিন্ন খালে পানি প্রবেশ করেছে। দুর্গত এলকায় বিশুদ্ধ খাবার পানি ও গো-খাদ্যেও তীব সংকট দেখা দিয়েছে। বন্যার পানি ঢুকে পরায় বন্ধ রয়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। অনেকেই ঘরের ভিতর মাচা পেতে মানবেতর জীবনযাপন করছে।

মাদারীপুর প্রতিনিধি জানান, মাদারীপুরের পদ্মাসহ আড়িয়াল খাঁ, কুমার, পালরদী নদীর পানি বৃদ্ধি পেয়ে জেলার বিভিন্ন এলাকার খালগুলোতে বন্যার পানি প্রবেশ করছে। জেলার ৪টি উপজেলার মধ্যে পদ্মা নদীবেষ্টিত শিবচর উপজেলার কিছু ইউনিয়ন বন্যা কবলিত।

বন্যা 1নিম্নাঞ্চল ও চরবেষ্টিত শিবচর উপজেলার চরজানাজাত, বন্দরখোলা, কাঁঠালবাড়ি ও মাদবরেরচর ইউনিয়নের নদীর মধ্যে দ্বীপের মত চর এলাকা বন্যার পানিতে প্লাবিত। অনেক এলাকার বাড়ি-ঘরেও পানি প্রবেশ করেছে। পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে মাদারীপুর জেলার বাকি ৩টি উপজেলা এখনও বন্যার প্রভাবমুক্ত।

এদিকে শরীয়তপুরে প্রতিনিধি জানান, গত ২৪ ঘন্টায় জেলার সুরেশ্বর পয়েন্টে পদ্মার পানি ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নতুন নতুন এলাকায় বন্যার পানি ঢুকে পরেছে ভেদরগঞ্জ, জাজিরা ও নড়িয়া উপজেলার ৫৪ টি গ্রামে। পাানিবন্দি হয়ে পরেছে জেলার মোট ৫২টি গ্রামের ৫০ হাজারেরও অধিক মানুষ। বাড়ির ভিতর পানি উঠে যাওয়ায় চরম দুর্ভোগে পরেছে পদ্মা তীরবর্তী গ্রামের মানুষ।

দুর্গত এলকায় বিশুদ্ধ খাবার পানি ও গো-খাদ্যেও তীব সংকট দেখা দিয়েছে। বন্যার পানি ঢুকে পরায় বন্ধ রয়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। এখন পর্যন্ত জেলায় কোন বন্যা আশ্রয় কেন্দ্র খোলা হয়নি। অনেকেই ঘরের ভিতর মাচা পেতে মানবেতর জীবনযাপন করছে।

জেলায় ত্রান কার্যক্রম শুরু না করায় অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছে দুর্গতরা। তবে দুর্গতদের নামের তালিকা প্রস্তুতের কাজ চলছে, তালিকা প্রস্তুত করে দ্রুতই ত্রান তৎপরতা চালানো হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এদিকে বন্যা ও নদী ভাঙ্গণ রোধে জেলা প্রশাসকের কার্যালয়ের ১১টায় জেলা উপজেলার কর্মকর্তা , চেয়ারম্যান ,সামাজিক সংগঠনের প্রতিনিধিদের , গনমাধ্যেমের কর্মিদের নিয়ে জরুরি সভা আয়োজন করেছে জেলা প্রশাসক।

এদিকে পদ্মার পানি বৃদ্ধির ফলে নদীতে সৃষ্ঠ প্রবল শ্রোতের কারনে জাজিরা উপজেলার মাঝিরঘাট থেকে গোসাইরহাট উপজেলার কোদলপুর পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার বিস্তৃর্ণ এলাকা জুরে তীব্র নদী ভাঙ্গন শুরু হয়েছে। ভাঙ্গনের শিকার হয়ে বসতবাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠান অন্যত্র সরিয়ে নিচ্ছে ভাঙ্গন কবলিতরা।