পত্নীতলায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

পত্নীতলায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

শেয়ার করুন

Photo Sapahar,26,08,16
নওগাঁ প্রতিনিধি:

সাপাহার: নওগাঁর পত্নীতলা উপজেলার বাঁকরইল বাজারে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পত্নীতলা চারণ সাংস্কৃতিক কেন্দ্র’র উদ্যোগে শুক্রবার বিকেল সাড়ে ৩টায় বাঁকরইল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে বিদ্যালয় মাঠে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রবিউল টুডু।

আদিবাসীদের শিক্ষা, ভূমি ও জীবনের অধিকার নিয়ে বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী (আরব), বাসদের নওগাঁ জেলার সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, সাপাহার উপজেলার সমন্বয়ক মঙ্গল কিস্কু, পত্নীতলা উপজেলার সমন্বয়ক আব্দুল আজিজ, আদিবাসী নেতা লুইস সরেন, বাবু যোসেফ হেমরম, এজিডর হেমরম প্রমুখ। আলোচনা সভা শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।