পতকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি যুবককে হস্তান্তর করলো বিএসএফ

পতকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি যুবককে হস্তান্তর করলো বিএসএফ

শেয়ার করুন

 
সাতক্ষীরা প্রতিনিধি :

ভারতে আটক এক বাংলাদেশি যুবককে কলারোয়া সীমান্তে বিজিবির কাছে হস্তান্তার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

রোববার দুপুরের দিকে কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী সীমান্তের এমসি ১৪ পিলারের সন্নিকটে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তার করা হয়।

বিএসএফের হাতে আটক সাগর গাজী (১৯) সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বিছোট গ্রামের সাহেব আলী গাজীর ছেলে।

হিজলদী বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার ওমর ফারুফ জানান, দুই তিন আগে  অবৈধপথে ভারতে গিয়ে শনিবার সন্ধ্যায় বিএসএফের হাতে আটক হয় বাংলাদেশি যুবক সাগর। পরে রবিবার পতাকা বৈঠকের মাধ্যমে হিজলদী ক্যাম্পের বিজিবির কাছে তাকে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন হিজলদী ক্যাম্পের নায়েক সুবেদার ওমর ফারুক আর বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতের আড়শিকড়ি ক্যাম্পের এসআই মরমু। পরে সাগর গাজীকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।