নড়াইল রেড ক্রিসেন্ট সোসাইটির অক্সিজেনসেবা প্রদান শুরু

নড়াইল রেড ক্রিসেন্ট সোসাইটির অক্সিজেনসেবা প্রদান শুরু

শেয়ার করুন

narail red
।। কার্ত্তিক দাস, নড়াইল ।।
করোনা উপসর্গে অসুস্থ্য রোগিদের অক্সিজেনসেবা প্রদান শুরু করেছে নড়াইল রেড ক্রিসেন্ট সোসাইটি। ঢাকা
থেকে প্রাপ্ত ৮টি এবং স্থানীয় দুইজন ব্যক্তি ২টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করায় আজ সোমবার থেকে
এই সেবা কার্যক্রম শুরু হয়। রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা
প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
রেড ক্রিসেন্ট সোইটির সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন জানান,ঢাকা থেকে প্রাপ্ত ২টি
অক্সিজেন কনসেনট্রেটর মেশিন ও ৮টি অক্সিজেন সিরিন্ডার প্রদান করা হয়। এছাড়া জেলা আওয়ামী লীগের
সভাপতি সুবাস বোস এবং এবিএম আব্দুল আলীম দুজনে একটি করে অক্সিজেন সিলিন্ডার রেড ক্রিসেন্ট
সোসাইটিতে অসুস্থ্য রোগিদের সেবা প্রদানে দুইটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন। তিনি ব্যক্তিগত
উদ্যোগে যাঁরা অক্সিজেন সিলিন্ডার রেড ক্রিসেন্ট সোসাইটিতে প্রদান করেছেন তাদের প্রতি কৃতজ্ঝতা
প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান মো.সোহরাব
হোসেন বিশ্বাস। এ সময়ে পুলিশ সুপার প্রবীর কুমার রায়,সিভিল সার্জন নাছিমা আক্তার,জেলা আওয়ামী লীগের
সভাপতি সুবাস বোসসহ রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।