নড়াইলে ৫ গুণী শিল্পীকে সম্মাননা স্মারক প্রদান

নড়াইলে ৫ গুণী শিল্পীকে সম্মাননা স্মারক প্রদান

শেয়ার করুন

N।। কার্ত্তিক দাস,নড়াইল।।

সাংস্কৃতিক অঙ্গণে বিশেষ অবদানের জন্য নড়াইলে ৫জন গুণী শিল্পীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। আজ নড়াইল শিল্পকলা একাডেমির আয়োজনে আজ শনিবার বেলা ১১টায় একাডেমি মিলনায়তনে সিাংসদ মাশরাফি বিন মোর্তজা ভার্চুয়ালের মাধ্যমে গুণী শিল্পীদের সম্মাননা জানান। জেলা প্রশাসক ও শিল্পকলা একাডেমির সভাপতি মো.হাবিবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সম্মানীত গুণীজনেরা হলেন,নাট্যকলায় মাহাবুব-ই-রসুল,সঙ্গীতে মাসুদুল হক টুটুল,চারুকলায় সমীর বৈরাগী,লোক সঙ্গীতে কিসমত হোসেন পাভেল এবং যাত্রশিল্পে হোম সেন।

সম্মানীত গুণীজনদের হাতে স্ম্মাননা স্মারক,সনদপত্র, এবং নগদ অর্থ প্রদান করা হয়।

শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মলয় কুমার কুন্ডু জানান,২০১৩ সাল থেকে এ গুণীজন সম্মাননা চালু হয়েছে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো.রিয়াজুল ইসলাম(প্রশাসন  ও অপরাধ) নড়াইল পৌর মেয়র আনজুমান আরা,সমাজসেবক গোলাম মোর্তজা স্বপন,জেলা  কালচারাল কর্মকর্তা মো.হায়দার আলী প্রমুখ।