নড়াইলে ২৪ ঘন্টায় করোনায় ৪ জন মারা গেছে

নড়াইলে ২৪ ঘন্টায় করোনায় ৪ জন মারা গেছে

শেয়ার করুন

narail_sadar_Hospital
 ।। কার্ত্তিক দাস, নড়াইল ।।
নড়াইলে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৫২
জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৫৮ জন। শনাক্তের হার ৩৮.১৫। করোনায় যাদের
মৃত্যু হয়েছে তারা হলেন কালিয়া থানার তাহিরুল ইসলাম (৭০), ইদ্রিস শেখ (৬৫), নড়াগাতি
থানার মাউলি গ্রামের ঝর্ণা বেগম এবং লোহাগড়া থানার নওয়াগ্রামের মুরাদ হোসেন (৫৩)।
জেলায় এ পর্যন্ত মারা গেছেন ৪০জন।এদিকে কঠোর লকডাউনে সবকিছু বন্ধ হবার আশংকায়
রোববার শহরের নিত্য প্রয়োজনীয় দোকানগুলোতে ভীড় ঠেলে মানুষকে কেনাকাটা করতে দেখা
যায়।করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় নড়াইলে ২০ জুন থেকে সর্বাতক লকডাউন শুরু হয়েছে।
রোববার (২৭ জুন) রাত ১২টা পর্যন্ত চলবে। এদিকে রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা
প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির পরবর্তী করণীয়
সম্পর্কিত সভা এ রিপোর্ট লেখা পর্যন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।