নড়াইলে ২দিনব্যাপী আর্টক্যাম্প ও চিত্র প্রদর্শনী শুরু

নড়াইলে ২দিনব্যাপী আর্টক্যাম্প ও চিত্র প্রদর্শনী শুরু

শেয়ার করুন

 

বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে ২ দিনব্যাপীঅিার্টক্যাম্প এবং চিত্র প্রদর্শনী শুরু।
বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে ২ দিনব্যাপীঅিার্টক্যাম্প এবং চিত্র প্রদর্শনী শুরু।

।। কার্ত্তিক দাস,নড়াইল।।

নড়াইলে ২দিনব্যাপী আর্টক্যাম্প ও চিত্র প্রদর্শনীর র্উদ্বোধন হয়েছে। নড়াইলের জেলা প্রশাসক মো.হাবিবুর রহমান ক্যাম্পের উদ্ধোন করেন।

বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয় এই আর্টক্যাম্প ও চিত্র প্রদশর্নীর আয়োজন করে।

এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অনাদী বৈরাগী জানান,জেলার বিভিন্ন অঞ্চল থেকে ৩৬ জন চিত্রকর এই ক্যাম্পে অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অণুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান মো.সোহরাব হোসেন বিশ্বাস,পুলিশ সুপার প্রবীর কুমার রায়,এস এম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব মো.আশিকুর রহমান মিকু,সরকারি ভিক্টোরিয়া করেজের অধ্যক্ষ অধ্যাপক মো.রবিউল ইসলাম,এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ অশোক কুমার শীল,খুলনা বিশ্ব বিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক পরিচালক শিল্পী বিমানেষ বিশ্বাস,শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মলয় কুমার কুন্ডু,নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকুসহ প্রমুখ কর্মকর্তা উপস্তিত ছিলেন।