নড়াইলে শিশু নির্যাতন ঘটনায় জামিন পেলেন আওয়ামী লীগ নেতা

নড়াইলে শিশু নির্যাতন ঘটনায় জামিন পেলেন আওয়ামী লীগ নেতা

শেয়ার করুন

Narail Forkan Photo-05


কার্ত্তিক দাস, নড়াইলঃ সুপারি চুরির অভিযোগে এনে এক শিশুকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত কালিয়া উপজেলার নড়াগাতি থানা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাঐসোনা ইউপি চেয়ারম্যান শাহ মো.ফোরকান মোল্লা জামিন
পেয়েছেন। নড়াগাতি আমলী আদালতের বিচারক হেলাল আহম্মেদ আজ মঙ্গলবার (১৮ মে) শুনানী
শেষে তাঁকে জামিন দেন।
নির্যাতিত শিশুটির বাড়ি উপজেলার বাঐসোনা ইউনিয়নের পদ্মবিলা গ্রামে।। শিশু নির্যাতনের ঘটনায় তাঁর বাবা
১০ মে নড়াগাতি থানায় ফোরকান মোল্লাসহ তিন জনকে আসামি করে থানায় মামলা করেন।
পুলিশ ও মামলার বাদী জানান, সুপারি চুরির অভিযোগে বাঐসোনা ইউনিয়নের চেয়ারম্যান ও নড়াগাতি
থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহম্মদ ফোরকান ১৩ বছরের এক শিশুকে
শারীরীক নির্যাতন করে। ঘটনাটি ২০২০ সালের ২৪ ডিসেম্বর হলেও চলতি বছরের ১০ মে রাতে
নির্যাতনের ভিডিও চিত্র ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিুচিত্রে দেখা যায় ফোরকান মোল্লাসহ সাদা গেঞ্জি পরিহিত এক যুবক শিশুটিকে শারীরীকভাবে
চড়,লাথি-কিল-ঘুষিসহ মাটিতে ফেলে পায়ের তলায় পিষ্ট করছে। মারার সময় শিশুটি চিৎকার করলেও
তাকে ছেড়ে দেওয়া হয়নি। বিষয়টি ফেসবুকসহ গণমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে নিন্দার ঝড়
ওঠে। ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবি করেন সবাই।
১০মে শিশুটির বাবা চেয়ারম্যানকে প্রধান আসামি করে তিন জনের নামে নড়াগাতি
থানায় মামলা করেন।