নড়াইলে লেডিস ক্লাবের খাদ্য সহায়তা বিতরণ

নড়াইলে লেডিস ক্লাবের খাদ্য সহায়তা বিতরণ

শেয়ার করুন

 

Narail Ledis Club Eid Upohar Photo- (1)ছবি- এটিএন টাইমস


কার্ত্তিক দাস, নড়াইলঃ করোনা এবং পবিত্র ঈদ উপলক্ষে নড়াইল লেডিস ক্লাব ৫০টি দুস্থ্য পরিবারকে খাদ্য
সহায়তা দিয়েছে। মঙ্গলবার (১১ মে) বিকেলে নড়াইল শহরস্ত ক্লাব চত্বরে খাদ্য সামগ্রী
বিতরণ করেন লেডিস ক্লাবের সভাপতি জেলা প্রশাসকের পত্নী হোসনে আরা খানম রোজি।
ক্লাব সভাপতি হোসনে আরা হোসনে আরা রোজি এটিএন টাইমসকে বলেন,খাদ্য সামগ্রীর
মধ্যে রয়েছে চাউল,ডাউল,আলু,তেল,চিনি,সেমাই,গুড়োদুধ,সাবান,মাক্স ও নগদ ২০০ টাকা।
এ সময় ক্লঅবের সাধারণ সম্পাদক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম,সদস্য
নড়াইল পৌর মেয়র আনজুমান আরা,সহকারি কমিশনার(ভূমি) কৃঞ্চা রায়,জেলা মহিলা আওয়ামী
লীগের সভাপতি রাবেয়া ইউসুফ,জাতীয় মহিলা সংস্থার নড়াইল শাখার সভাপতি সালমা রহমান
কবিতা,জেলা পরিষদ সদস্য রওশন আরা কবির লিলি প্রমুখ।
জেলা প্রশাসক পত্নী তার বক্তবৌ বলেন,করোনা প্রাদুর্ভাবে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ
কর্মহীন হয়ে না খেয়ে দিন কাটছে। পবিত্র ঈদুল ফিতর উদযাপনে আমাদের সামর্থ অনুযায়ি তাদের
পরিবারকে কিছু সহায়তা দেওয়া মাত্র। তিনি সমাজের বিত্তবানদের এ ব্যাপারে এগিয়ে আসার আহবান
জানান।