নড়াইলে লকডাউন, ২৫ জনকে জরিমানাসহ মামলা

নড়াইলে লকডাউন, ২৫ জনকে জরিমানাসহ মামলা

শেয়ার করুন

Narail Lockdown -17-04-2021 স্বাস্থ্যবিধি মেনে না চলা এবং মাক্স পরিধান না করায় লকডাউন লঙ্ঘনের অপরাধে নড়াইলে ২৫ জন পথচারিকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত বসিয়ে এদের কাছ থেকে মোট ২৯ হাজার ৬০০ টাকা জরিমানা আদায়সহ ১৭টি মামলা দেওয়া হয়। মামলা ও জরিমানার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণের মধ্যে ৮০০ মাক্স বিতরণ করা হয়। 

পুলিশ সুপার প্রবীর কুমার রায় জানান,নড়াইলে সর্বাত্মক লকডাউন চলছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোষ্ট বসানো হয়েছে। পুলিশবাহিনীর কয়েকটি চৌকশ দল শহর ও শহরতলীতে টহল অব্যাহত রেখেছে। সরকারি আইন অমান্য করে যে সমস্ত জনসাধারণ নিজেদের ইচ্ছামত চলাফেরা করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

১৮ এপ্রিল রোববার সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সরেজমিন দেখা গেছে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশি টহল চলছে। ভারী যানবাহন চলাচল না করলেও শহরের রাস্তায় সীমিত আকারে ইজিবাইক,ভ্যান-রিকশা চলাচল করছে। মুদি দোকান খোলা থাকলেও ক্রেতার সংখ্যা কম। তবে কাচা এবং মাছ বাজারে কিছু সংখ্যক ক্রেতা দেখা গেছে।