নড়াইলে যুব দিবসে আলোচনা অনুষ্ঠান

নড়াইলে যুব দিবসে আলোচনা অনুষ্ঠান

শেয়ার করুন

 

নড়াইলে যুব দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো.হাবিবুর রহমান।
নড়াইলে যুব দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো.হাবিবুর রহমান।

।। কার্ত্তিক দাস,নড়াইল ।।

জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গঠনে নারীদের পাশাপাশি যুবাদেরকেও প্রধান কারিগর হিসেবে মূল্যায়ন করলেন নড়াইলের জেলা প্রশাসক মো.হাবিবুর রহমান। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত যুব দিবস পালনে ”দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন,যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো.মতিয়ার রহমান। বক্তব্য দেন জেলা আওয়অমী লীগের সভঅপতি সুবাস বোস,নড়াইল পৌর মেয়র আনজুমান আরা,যুব উন্নয়নের সহকারি পরিচালক এ,এম সাইফুল আনাম,সমন্বয়কারি মো.জাকাত আলী প্রমুখ।

জেলা প্রশাসক বলেন,যুব সম্প্রদায়ই হলো দেশের মেরুদন্ড। তাঁদের কর্মতৎপরতা আর আলোকিত মন মানষিকতায় একটি দেশ উন্নয়নের জোয়ারে িসামনের দিকে এগিয়ে যেতে পারে। দেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে দেশের যু সমাজের দিকে তাকিয়ে আছেন। সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে নিজের দেশকে সামনে এগিয়ে নিতে যুব সমাজের প্রতি আহবান জানান।